পশুর নদীতে ডুবে গেল কয়লাবোঝাই জাহাজ
বাগেরহাটের মোংলার কানাইনগর সংলগ্ন এলাকায় পশুর নদীতে কয়লাবোঝাই লাইটার জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ ডুবে গেছে। জাহাজটি যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল।শুক্রবার (১৭ নবেম্বর) দুপুর আড়াইটার দিকে লাইটারটি নদীতে তীব্র বাতাসের কারণে ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায়। এ সময় লাইটারে থাকা ১১ কর্মচারী সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচান।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু বলেন , বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে জাহাজটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া ২টার দিকে জাহাজটি ডুবে যায়।
বিজ্ঞাপন
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পশুর চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর মোংলায় পশুর নদীতে ৮০০ টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে এমভি আনমনা-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়।
বিজ্ঞাপন
শেখ আবু তালেব/আরএআর