বগুড়ায় ঢিলেঢালা বিএনপি-জামায়াতের হরতাল
বগুড়ায় ঢিলেঢালাভাবে পালন হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির প্রথম দিন। শহরের কয়েকটি স্থানে পিকেটিং-মিছিল ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের বনানী, মাটিডালী, তিনমাথা, সাতমাথা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
সকাল ৭টার দিকে শহরের কলোনি এলাকায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এতে জামায়াত-শিবিরের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।
বিজ্ঞাপন
এরপর শহরে কানছগাড়ী এলাকায় হরতালের সমর্থনে জেলা বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার রাত ৩টার দিকে ঘোড়াধাপ বন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে গ্রামবাসীরা এসে পানি ঢেলে আগুন নেভান।
ট্রাকের মালিক মো. করিম জানান, রাতে ট্রাক পার্কিং করে বাড়িতে ঘুমাতে যাই। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে এসে দেখি ট্রাকে আগুন দাউদাউ করে জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। এতে আগুনে ট্রাকের কেবিন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন বগুড়া সদর থানা পুলিশের এসআই তয়ন কুমার মন্ডল। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে বগুড়ায় সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে মানুষের স্বাভাবিক চলাচল ছিল কম। এ জন্য শহরের কোথাও যানজট নজরে পড়েনি। খোলা ছিল সব ধরনের দোকানপাট।
এদিকে হরতালের প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও শান্তি সমাবেশ করেছে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়।
আসাফ-উদ-দৌলা নিওন/এএএ