ফরিদপুরে ডেঙ্গুতে ইউপি সদস্যের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে হুমায়ুন কবির (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।
হুমায়ুন কবির আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রামের রুহুল আমিন খানের ছেলে। তিনি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
বানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. হারন অর রশিদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। তার মৃত্যুতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, হুমায়ুন কবির গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত নয়টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।
বিজ্ঞাপন
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৯ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭১ জন। এরমধ্যে ২৩ হাজার ৪২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জহির হোসেন/এএএ