যশোর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনলেন যারা
যশোর থেকে গত তিনদিনে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন আওয়ামী লীগের অন্তত ৩৫ জন নেতাকর্মী। জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো তালিকা বা সংখ্যা পাওয়া যায়নি। গত শনিবার (১৮ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত এ মনোনয় পত্র বিক্রি হয়।
মনোনয়ন পত্র বিক্রির প্রথম দিন শনিবার দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন, যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসন থেকে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিষ ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান।
বিজ্ঞাপন
যশোর-৩ সদর আসন থেকে মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক দেলোয়ার রহমান দিপু। যশোর-৪ (বাঘারপাড়া- অভয়নগর) আসন থেকে মনোনয়ন পেতে দলের ফরম ক্রয় করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এস এম আলমগীর হাসান রাজীব।
যশোর-৫ (মণিরামপুর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ন সুলতান সাদাব দলের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করে।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম ক্রয় করেছেন, যশোর-১ আসন (শার্শা) বর্তমান সংসদ সদস্য আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা কনক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান। যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) ডা. নাসির উদ্দিন ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা চিকিৎসক তৌহিদুল ইসলাম ফরম ক্রয় করেছেন। যশোর-৩ (সদর) আসনের বর্তমান সংসদ কাজী নাবিল আহমেদ, যশোর-৩ ও ৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর-৩ আসন থেকে মনোনয়ন পত্র কিনেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যশোর-৪ আসন (বাঘারপাড়া অভয়নগর) বর্তমান সংসদ রনজিৎ রায়, সাবেক সংসদ শেখ আব্দুল ওহাব, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম আলমগীর হোসেন রাজীব ও উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. নিকুঞ্জ বিহারী গোলদার মনোনয়ন ফরম ক্রয় করেছেন। যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা কৃষক লীগের সহ সভাপতি ইয়াকুব আলী ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী দলের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন। যশোর-৬ (কেশবপুর) আসন থেকে মনোনয়ন ক্রয় করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন।
এদিকে, তৃতীয় দিনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে মনোনয়ন ক্রয় করেছেন বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন বর্তমান সংসদ সদস্য, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। যশোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
যশোর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার ঢাকা পোস্টকে বলেন, জেলা আওয়ামী লীগের মধ্যে থেকে দলীয় মনোনয়ন কতজন কিনেছেন তর নির্দিষ্ট করে কোন তালিকা আমাদের কাছে নেই। প্রাথমিকভাবে যাদের নাম জানা গেছে, তাদের তথ্যটা দেওয়া হয়েছে।
যশোর-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোস্তফা আশিষ ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ লাভের পর নির্বাচনী মাঠ তৈরিতে দীর্ঘ ২৮ মাস অক্লান্ত পরিশ্রম করেছি। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার দুই লক্ষ ভোটারকে আমি সশরীরে বিনামূল্যে ডিজিটাল সেবার আওতায় নিয়েসেছি। এছাড়া বিগত দিনে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম এবং থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবেচনায় আমাকে মনোনয়ন দিলে আমার চৌগাছা ও ঝিকরগাছা উপজেলাকে আমি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।
যশোর-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বলেন, অভয়নগর ও বাঘারপাড়ায় আমার জনপ্রিয়তা রয়েছে। আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মিশেছি, তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি। কমিউনিটি পর্যায়ে কাজ করেছি, সাধ্যমতো নিজ উদ্যোগে সহযোগিতা করেছি। আমার স্ত্রী নারীদের মাঝে ব্যাপক কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য স্থির করেছেন, তা বাস্তবায়ন করতে আমাদের মতো তরুণরা ভালো কাজ করতে পারবে। আমি আশা করি প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ঢাকা পোস্টকে বলেন, জেলা আওয়ামী লীগ থেকে কতজন মনোনয়ন ফরম কিনেছেন এটি নির্দিষ্ট করে বলতে পারবো না। আমি যশোর-৩ সদর ও যশোর-৫ মনিরামপুর থেকে মনোনয়ন ফরম কিনেছি। আমি শতভাগ আশাবাদী যে নেত্রী আমাকে দলীয় মনোনয়ন দিবেন।
এ্যান্টনি দাস অপু/আরকে