ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইকালে যুবক আটক
নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই করতে আসা এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগণ।
সোমবার (২০ নভেম্বর) দুপুরের দিকে শহরের দেবদারুতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। ছিনতাইকালে গণপিটুনিতে আহত ওই যুবকের নাম বাবুল শেখ। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি পুলিশ পরিচয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে পৌরসভার ভওয়াখালি থেকে নাহিদ নামে এক চালকের ইজিবাইকে ওঠেন অভিযুক্ত বাবুল শেখ। এরপর ইজিবাইক ছিনতাইয়ে জন্য চালককে পাউরুটি ও জুস খাওয়ার জন্য প্রস্তাব দেয়। কিন্তু চালক বিষয়টি বুঝতে পেরে খাবার খেতে অস্বীকৃতি জানান। তখন ব্যাগ থেকে ছুরি বের করে চালককে ভয় দেখান বাবুল। এসময় চালক কৌশলে সেলফোনে খবর পৌঁছে দেন তার সহযোগীদের কাছে। সহযোগীরা উপস্থিত হয়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
বিজ্ঞাপন
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাবুলের পূর্ণাঙ্গ পরিচয় এখনও জানা যায় নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মো, রাজু শেখ/এসকেডি