কুষ্টিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ৩১ জনের নামে মামলা, গ্রেপ্তার দুই
কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে হানিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতের ওই ঘটনায় বৃহস্পতিবার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে নাশকতার মামলা করেছেন। জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়। এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর হাইওয়ে থানার সামনে রাখা একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। বিএনপির ডাকা অবরোধের মধ্যে ওই বাসটিতেই বুধবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাজু আহমেদ/এনএফ