গায়ে পুলিশের পোশাক। খোলা মাঠে কাটছেন ধান। এমন দৃশ্য ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ঘটনাটি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের সাগরিকা স্টেডিয়াম এলাকার।

খোঁজ নিয়ে জানা গেছে, যে দুই জন পুলিশ সদস্য ধান কেটেছেন তারা হলেন- মো. আমির খান ও সারোয়ার উদ্দিন অনিক। দুজনেই চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। 

ঘটনার বিষয়ে কনস্টেবল মো. আমির খান জানান, বিকেলে স্টেডিয়াম এলাকায় ডিউটি শেষে ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তারা। এমন সময় পার্শ্ববর্তী মাঠে দেখেন, মুজিব আলী নামে এক কৃষক মাঠে ধান কাটছেন। সঙ্গে ছিলেন তার ছোট্ট ছেলেও।

ধান কেটে দেওয়া নিয়ে কনস্টেবল মো. আমির খান ঢাকা পোস্টকে বলেন, আমি কৃষকের সন্তান। ছোটবেলায় মাঠে ধান কেটেছি। আমার অভ্যাস আছে। বৃহস্পতিবার ডিউটি শেষে ফেরার পথে এক বৃদ্ধ লোককে ধান কাটতে দেখে এগিয়ে যাই। আমি গাড়ি না আসা পর্যন্ত ৩০-৪০ মিনিট ধান কেটে দিই। এতে কৃষক মুজিব আলী খুব খুশি হন। এটা আমাদের কাছে শান্তির বিষয়।

এমআর/পিএইচ