কৃষিমন্ত্রী রাজ্জাকের আসনে নৌকা চান তার বোন চাঁপা
টাঙ্গাইলে আটটি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নকে কেন্দ্র সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এছাড়া টাঙ্গাইল-৩ (কালিহাতী) আসনে সাবেক আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন করবেন।
কৃষিমন্ত্রীর আসনে তার বোন শামসুন্নাহার চাঁপা, অভিনেতাসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন। এছাড়া টাঙ্গাইল-৩ (কালিহাতী) আসনে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ছাড়াও তার ছোট ভাই মুরাদ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন।
বিজ্ঞাপন
তবে লতিফ সিদ্দিকী সতন্ত্রভাবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর গামছা প্রতীকে নির্বাচন করবে কিনা সেটা পরিষ্কার হয়নি।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বর্তমান এমপি ড. আব্দুর রাজ্জাক, তার বোন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান (মাসুদ রানা) ও অভিনেতা সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র কিনেছেন। তারা সবাই নৌকা প্রতীক চান। তবে এই আসনে কৃষিমন্ত্রীই নৌকা পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন দলীয় নেতারা।
বিজ্ঞাপন
এছাড়া জেলার অন্য আসনের বর্তমান সংসদ সদস্যসহ মনোনয়ন প্রত্যাশীরা নৌকার মনোনয়নের জন্য কয়েক মাস ধরেই ঢাকায় অবস্থান করছেন। তবে টাঙ্গাইলে একাধিক আসনে মনোনয়ন পরিবর্তন হচ্ছে। বর্তমান সংসদ সদস্যদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে কেন্দ্রে যোগাযোগ রক্ষার পাশাপাশি নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, কর্মী সভা, আলোচনা সভাসহ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের কোনো বিকল্প নেই। তিনিই মনোনয়ন পাবেন।
কৃষিমন্ত্রীর বোন শামসুন্নাহার চাঁপা জানান, দুঃসময়ে ছাত্রলীগের নেত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছি। দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের কাছে মনোনয়ন চেয়েছি। মনোনয়ন দিলে নির্বাচন করব। না হলে যাকে দেবে তার পক্ষেই কাজ করে বিজয় নিশ্চিত করব।
মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু বলেন, টানা ৩২ বছর যাবত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। একাধিকবার উপজেলা চেয়ারম্যান। মানুষের অনুরোধে মনোনয়ন কিনেছি। তবে দলের প্রশ্নে আপসহীন।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আটজন প্রার্থী মাঠে রয়েছেন। বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল, গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১২ জন প্রার্থী মাঠে রয়েছে। আওয়ামী লীগ থেকে বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য আতাউর রহমান খান, তার ছেলে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলোক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের ও মুরাদ সিদ্দিকী।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ জন প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, তিন বারের সাবেক পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকী এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) জাতীয় সংসদ নির্বাচনে ১৮ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তারানা হালিম, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এটিএম কাজী আনিসুর রহমান বুলবুল, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার রেজা-ই-রাকিব ওরফে মুন্না, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ আবদুর রহিম ইলিয়াস ও ইনসাফ আলী ওসমানী।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদ নির্বাচনে ১১ জন প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপদেষ্টা মন্ডলীর সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)। কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সাইদ সোহরাব। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির রওশন এরশাদ গ্রুপের নুরুল ইসলাম নুরু। কৃষক শ্রমিক জনতা লীগ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক। এছাড়া নিয়মিত প্রার্থী রূপা রায় চৌধুরী ও বাম দলীয় রাজনৈতিক গোলাম নওজব পাওয়ার চৌধুরী।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার রাজনীতিতে বড় ধরণের ইতিবাচক পরিবর্তনের হাওয়া বিরাজমান। কাদের সিদ্দিকী হওয়ায় এ আসনে প্রার্থী জেলায় এ আসনটি সর্বাধিক আলোচিত।
মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর দুই বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ।
এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ঘোষণা করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন পেয়েছেন এরকম কয়েকজনের নাম ভাইরাল হয়েছে। এছাড়া টাঙ্গাইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নেতাকর্মীরা মনোনয়ন ফাইনাল হওয়ার খবরে দুইদিন ধরে শোডাউনসহ মসজিদ-মাদরাসায় মিষ্টি বিতরণ করে দোয়া চাওয়া হচ্ছে। এছাড়া মনোনয়ন ফাইনাল হয়েছে এমন কয়েকটি আসনে প্রার্থীদের নাম ফেসবুকে ঘুরছে।
এরা হলেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ কালিহাতী) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ এবং টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) নাম রয়েছে।
অভিজিৎ ঘোষ/আরকে