দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দুইজন বর্তমান সংসদ সদস্য এবং দুজন এবারই প্রথম মনোনয়ন পেলেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। 

মৌলভীবাজার জেলায় মনোনয়ন প্রাপ্তদের মধ্যে মৌলভীবাজার-১ আসনে মো. শাহাব উদ্দিন মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমান সংসদ সদস্য ও সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এ আসনের নতুন মুখ। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মৌলভীবাজার-৩ আসনে মো. জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এ আসনের নতুন মুখ। শিল্প প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সমূহ গ্রন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক।

মৌলভীবাজার-৪ আসনে ড.আব্দুস শহীদ মনোনয়ন পেয়েছেন। তিনি এ আসনের ছয়বারের নির্বাচিত এমপি ও সাবেক চিফ হুইপ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

ওমর ফারুক নাঈম/এএএ