দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনায় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের চারজন প্রার্থীসহ মোট ছয়জন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।

নৌকার চার প্রার্থী হলেন- খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের প্রার্থী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং খুলনা-৪ আসনের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া খুলনা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে বুধবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান সেখ জুয়েল ও এস এম কামাল। এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানাসহ বিভিন্ন থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৩টায় মনোনয়নপত্র জমা দেন খুলনা-৪ আসনের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল উপস্থিত থাকলেও মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা উপস্থিত ছিলেন না।


মনোনয়নপত্র জমা দিচ্ছেন আব্দুস সালাম মুর্শেদী 

এদিন আওয়ামী লীগের চার প্রার্থী ছাড়াও রিটার্নিং কর্মকর্তার কাছে আরও যে দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- খুলনা-৪ আসনে মো. জুয়েল রানা ও খুলনা-৬ আসনে এস এম রাজু আহমেদ।

এদিকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত খুলনার ৬টি আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর জমা দিয়েছেন ছয়জন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এছাড়া সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

মোহাম্মদ মিলন/এমজেইউ