দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী বিভাগের ৩৯টি আসন থেকে মোট ৩৬৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে বগুড়ার সাতটি আসনে সবচেয়ে বেশি ৮৯ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন। সবচেয়ে কম প্রার্থীর দিক থেকে জয়পুরহাটের দুটি আসন থেকে ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের রাজশাহী ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৮ জন প্রার্থী। এরমধ্যে রাজশাহী-১ আসনে ১১ জন, রাজশাহী-২ আসনে ১৩, রাজশাহী-৩ আসনে ১১, রাজশাহী-৪ আসনে ৭, রাজশাহী-৫ আসনে ৭ ও রাজশাহী-৬ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
অপরদিকে, জয়পুরহাটের দুটি আসনে মনোনয়নপত্র দালিখ করেছেন ১৯ প্রার্থী। এরমধ্যে জয়পুরহাট-১ আসনে ১০ জন ও জয়পুরহাট-২ আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সবচেয়ে বেশি মনোয়নপত্র দাখিল হয়েছে বগুড়া জেলায়। এই জেলার সাতটি আসনে ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে বগুড়া-১ আসনে ১২ জন, বগুড়া-২ আসনে ১০, বগুড়া-৩ আসনে ১৬, বগুড়া-৪ আসনে ১০, বগুড়া-৫ আসনে ৮, বগুড়া-৬ আসনে ৮ ও বগুড়া-৭ আসনে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ২৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৭ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নওগাঁর ছয়টি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৫ প্রার্থী। এরমধ্যে নওগাঁ-১ আসনে ৬ জন, নওগাঁ-২ আসনে ৯, নওগাঁ-৩ আসনে ১১, নওগাঁ-৪ আসনে ১০, নওগাঁ-৫ আসনে ৭ ও নওগাঁ-৬ আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া নাটোরের ৪টি আসন থেকে মনোনয়নপত্র দালিখ করেছেন ৪৩ জন প্রার্থী। এরমধ্যে নাটোর-১ আসনে ১৪ জন, নাটোর-২ আসনে ৬, নাটোর-৩ আসনে ১২, নাটোর-৪ আসনে ১১ জন।

সিরাজগঞ্জের ছয়টি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৩ জন প্রার্থী। এরমধ্যে সিরাজগঞ্জ-১ আসনে ৭ জন, সিরাজগঞ্জ-২ আসনে ৫, সিরাজগঞ্জ-৩ আসনে ১১, সিরাজগঞ্জ-৪ আসনে ৪, সিরাজগঞ্জ-৫ আসনে ৭ ও সিরাজগঞ্জ-৬ আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাবনার পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৭ জন প্রার্থী। এরমধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৯, পাবনা-৩ আসনে ৯, পাবনা-৪ আসনে ৬ ও পাবনা-৫ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ (৩০ নভেম্বর)। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

এসএম