জামালপুরে বেজে উঠল বিজয়ের হুইসেল
প্রথমবারের মতো হুইসেল বাজিয়ে জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে বিজয় এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি দেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা। এ সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রীদের রজনীগন্ধ ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। পরে জামালপুর রেলওয়ে স্টেশননের আনুষ্ঠানিকতা শেষে প্রথমবারের মতো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বিজয় এক্সপ্রেস ট্রেন।
বিজ্ঞাপন
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুরের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিকেল ৫টায় পৌঁছায়। সেখানে বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের প্রতিবাদ ও ময়মনসিংহ থেকেই চলাচল করার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
এতে ময়মনসিংহে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে থাকে। পরে জামালপুরে রেলওয়ে স্টেশনে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি পৌঁছায়। ২১৫ জন যাত্রী নিয়ে রাত ৮টায় জামালপুর রেলওয়ে স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলে ট্রেনটি বিলম্বে ছাড়ে।
এদিকে রেলওয়ে স্টেশনে আপামর জামালপুরবাসীর ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
ট্রেনটি উভয় পথে যাত্রাবিরতি দেবে পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরীপুর, আঠারবাড়ী, কিশোরগঞ্জ, সচরাচর, ভৈরব বাজার, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী ও ভাটিয়ারী স্টেশনে।
জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের এক দশকের আন্দোলন শেষে বিজয়ের মাসে বিজয় এক্সপ্রেস ট্রেনটি পেয়েছি। এখন থেকে চট্টগ্রামের দূরত্ব অনেকটাই কমে এসেছে। জামালপুরবাসীর একটি আশা ছিল বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চলবে। আজ সেই আশা পূর্ণ হয়েছে। বিজয় ট্রেন আশায় আমরা আনন্দিত ও উৎসাহিত।
জামালপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, আজ থেকে প্রথমবারের মতো বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে চলাচল শুরু করেছে। জামালপুরের ২১৫টি আসনে যাত্রী নিয়ে আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে।
রকিব হাসান নয়ন/আরএআর