তাছির উদ্দিন ও সোহাগ/ ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান ও সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিনের ওপর পাল্টাপাল্টি হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— কাজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহ-সভাপতি সোহাগ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৯ নভেম্বর কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম কুড়ানকে কতিপয় দুষ্কৃতিকারী মোবাইল ফোনে ডেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। বর্তমানে তিনি বগুড়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত কিছু নেতাকর্মী কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিনের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুটি ঘটনা কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ায় ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে তখন কিছু বিপদগামী নেতাকর্মী হামলার ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কাজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহ-সভাপতি সোহাগকে সাময়িক বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন। তদন্তে কোনো নেতাকর্মীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর রাতে সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিনকে কোপানোর অভিযোগ ওঠে বর্তমান প্যানেল মেয়র শফিকুল ইসলাম কুড়ানের সমর্থকদের বিরুদ্ধে। এর আগে নিজাম উদ্দিনের লোকজন শফিকুল ইসলাম কুড়ান আলীকে মারপিট করে বলে দাবি করেন তার সমর্থকরা।

শুভ কুমার ঘোষ/এমএ