সাক্ষীকে পেটালেন আসামির লোকেরা
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি হত্যা মামলার প্রধান সাক্ষী রাজু ওরফে সুজন মোল্যা (২৪) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন আসামিপক্ষের লোকজন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজু উপজেলার চরজাজিরা গ্রামের মৃত রকমান মোল্যার ছেলে। তিনি ওই গ্রামের আলোচিত জিহাদ মোল্যা হত্যার প্রধান সাক্ষী।
বিজ্ঞাপন
আহত রাজু এখন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজু ওরফে সুজন মোল্যা ঢাকা পোস্টকে জানান, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের জরজাজিরা গ্রামে আলোচিত জিহাদ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪২ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলার প্রধান সাক্ষী হন সুজন মোল্যা। এরপর থেকে মামলার আসামিরা সুজনকে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে সুজন নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের একটি ক্লিনিকে ভর্তি থাকা তার অসুস্থ স্ত্রী নাজমা বেগমকে খাবার দিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। চরভাটপাড়া গ্রামের মহিলা ইউপি সদস্য নার্গিস বেগমের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে একই গ্রামের রাজিব শেখ, সজিব শেখ, স্বপন শেখ ও মনিরসহ ৪ থেকে ৫ জন সংঘবদ্ধ হয়ে সুজনের মোটরসাইকেলের গতিরোধ করেন।
এ সময় তারা সুজনকে মোটরসাইকেল থেকে নামিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায় এবং ধারালো দেশীয় অস্ত্র গুপ্তি দিয়ে দুপায়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এনএ