বাধ্য হইয়াই ভিক্ষা করা শুরু করছিলাম
শেরপুরের নকলা উপজেলায় অসহায় পঙ্গু ভিক্ষুক দম্পতির পাশে দাঁড়িয়েছে ‘নকলা অদম্য মেধাবী সংস্থা’ নামের একটি সহায়তামূলক সংগঠন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বুধবার বিকেল পাঁচটায় ওই সংগঠনটির পক্ষ থেকে কয়েকজন স্বেচ্ছাসেবী খোঁজখবর নিতে এই অসহায় দম্পতির বাড়িতে এসে হাজির হন।
এ সময় তাদের অসহায়ত্ব ও কষ্টের জীবনযাপনের কথা শোনে নকলা অদম্য মেধাবী সংস্থার পক্ষ থেকে এই দম্পতির হাতে ২০ হাজার টাকা এবং রমজান উপলক্ষে পুরো একমাসের খাবার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে নকলা উপজেলার ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বালিয়াদী গ্রামের হানিফ মিয়ার স্ত্রী হামিদা বেগম ঢাকা পোস্টকে বলেন, কী আর করমু বাজান। জামাইডা কয়েক বছর ধইরা বিছানায় পড়া। আমি নিজেও অসুস্থতার লাইগ্যা খুড়ায়া খুড়ায়া হাডি। কোনো কামকাজ করবার পাই না। পুলাডারও তেমন কামাই নাই। আংগরে দেহার মতো কেওই নাই। তাই বাধ্য হইয়াই ভিক্ষা করা শুরু করছিলাম।
এদিকে কিছুদিন আগে অসহায় এই পঙ্গু দম্পত্তির অসহায়ত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে খবর নজরে আসে উপজেলা প্রশাসনের। তাদের পক্ষ থেকে ঘরসহ পুনর্বাসনের যাবতীয় আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।
বিজ্ঞাপন
সরকারি সহায়তা দ্রুত প্রদানের মাধ্যমে অসহায় পঙ্গু এই দম্পতিকে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় নকলা অদম্য মেধাবী সংস্থার সভাপতি শফিকুর রহমান শফিক, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ত্রাণবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, সদস্য মোশারফ হোসেন শ্যামল, সুজন মিয়া উপস্থিত ছিলেন।
জাহিদুল খান সৌরভ/এনএ