দুইদিন পেরিয়ে গেলেও নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ৫৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
গত সোমবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়। নিহত জহুরুল ইসলাম (২৭) উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাসেতের ছেলে।
বিজ্ঞাপন
ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, সোমবার ভোরে কাঁঠালডাঙ্গী সীমান্তে বাংলাদেশি কয়েকজন গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়। এর মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশের এ পাড়ে পড়ে থাকে। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে গ্রামের লোকজন মোখলেছুর রহমানের পড়ে থাকা নিথর মরদেহ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, জহুরুলের মরদেহ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। মঙ্গলবার বিএসএফের মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু ৫৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএসএফ মরদেহ ফেরত দেয়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে সোমবার দুপুরে গ্রামবাসীরা আরেক গুলিবিদ্ধ যুবক মোখলেছুর রহমানের পড়ে থাকা নিথর মরদেহ নদী থেকে উদ্ধার করে। তিনি উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে মরদেহ ফেরত দেওয়ার কথা থাকলেও আমরা মরদেহ হাতে পাইনি ।
এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডা কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ এখনো বিএসএফ ফেরত দেয়নি। সব ফরমুলা শেষ করে তারা খুব দ্রুতই আমাদের কাছে মরদেহ হস্তান্তর করবে।
আরিফ হাসান/এএএ