বরিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আরও একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের সঙ্গে বানারীপাড়াগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো দিতে পারেনি পুলিশ।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর
বিজ্ঞাপন