কর্মস্থল থেকে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
জামালপুরের সদর উপজেলায় মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় মো. আনিছুর রহমান (৩৭) এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের বিনন্দের পাড়া এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আনিছুর অগ্রণী ব্যাংক লিমিটেড উপজেলার জামতলী বাজার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর গ্রামে। তিনি আলতাফ হোসেনের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনিছুর রহমান অফিস শেষে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে বিনন্দেরপাড়া মোড়ে জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রকিব হাসান নয়ন/এমএসএ