সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র সরবরাহের পরিকল্পনা করা দুই প্রতারককে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আমীর আলীর ছেলে সম্রাট (২৬) ও একই এলাকার মোবারক হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (২৮)। 

দিনাজপুর পার্বতীপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মোহাম্মদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র সরবরাহ করার পরিকল্পনা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইমরান আলী সোহাগ/এএএ