এক টাকার বিনিময়ে ইফতার দেওয়া হয়

গাজীপুরের শ্রীপুর উপজেলার অন্যতম ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তা। ছোট-বড় মিলিয়ে সেখানে প্রায় দুই হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সরকার ঘোষিত লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় রমজানে ইফতার করা নিয়ে বিপাকে পড়েছেন মাওনা চৌরাস্তার ভাসমান মানুষরা। তাদেরকে রমজান মাসজুড়ে মাত্র এক টাকায় ইফতার সরবরাহ করবে ইয়ুথ স্কয়ার বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

ইয়ুথ স্কয়ার বাংলাদেশের সভাপতি তাওসিফুল ইসলাম রিয়াদ বলেন, সারাদিন রোজা রাখার পর নানা ধরনের মুখরোচক খাবার দিয়ে আমরা ইফতার করি। কিন্তু আমাদের পাশেই হাজারো রোজাদার সামান্য পানি দিয়ে ইফতার করেন। তাদের কথা বিবেচনা করে আমরা ২৫ জন সহপাঠী ইয়ুথ স্কয়ার বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে দৈনিক খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখি। সেই টাকা মাসিক চাঁদা হিসেবে নিয়ে জমাই রমজান মাসে অসহায়দের মাঝে ইফতার বিতরণের জন্য। সংগঠনের সদস্যদের উদ্যোগে রমজান মাসে আমাদের এ কার্যক্রম পরিচালনা করা হবে।

ইয়ুথ স্কয়ার বাংলাদেশের সাধারণ সম্পাদক খালেদ হাসান অমিত বলেন, অনেকেই আছেন বিনামূল্যে ইফতার নিতে অনীহা প্রকাশ করেন। তাই তাদের সম্মানের কথা মাথায় রেখে নামমাত্র মূল্য এক টাকায় ইফতার দেওয়া হয়। একজনের খাবার উপযোগী এক টাকার ইফতারের মধ্যে রয়েছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর ও বিশুদ্ধ এক বোতল পানি। এছাড়াও প্রত্যেক শুক্রবার বিরিয়ানি ও ভুনা খিচুড়ি দেওয়া হবে। প্রতিদিন ৫০ জনের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হবে। 

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, মানবিকতা সবার আগে। এলাকার কিছু উদ্যমী যুবক নিজেদের হাত খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিতদের কথা বিবেচনা করে নামমাত্র মূল্যে ইফতার দিচ্ছে। তাদের এ উদ্যোগ সমাজের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়লে সুবিধাবঞ্চিত মানুষেরা খুব উপকৃত হবে।

বুধবার (১৪ এপ্রিল) ইফতার বিতরণে উপস্থিত থেকে সহযোগিতা করেন ইয়ুথ স্কয়ার বাংলাদেশের সহ-সভাপতি সোহাগ উজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইহসান আল আকিব, অর্থ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। 

শিহাব খান/আরএআর