শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বলেছেন, নির্বাচনে কে এলে কে এলো না এটা বড় কথা নয়। বড় কথা হলো নির্বাচন সংবিধান অনুযায়ী হচ্ছে কিনা। রাষ্ট্রের মালিক জনগণ। ভোটের মালিকও জনগণ। ভোটের মাধ্যমে জনগণই জনপ্রতিনিধি নির্বাচন করবে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর বাবা-মা ও বড় ছেলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইরাক, ইরান, লিবিয়া ও সিরিয়াসহ বেশ কিছু দেশে নিজেদের মধ্যে হানাহানি চলছে। এগুলো সব আমেরিকার কারসাজি। আমেরিকানরা ফিলিস্তিনে নারী-পুরুষ শিশুসহ ১৭ হাজার মুসলিমকে হত্যা করেছে। আমেরিকার বাইডেন সরকার এ হত্যাকে সমর্থন করেছে। আর মানুষ হত্যা করে তারাই মানবতার কথা বলে।

কামাল আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এক সময় বলা হতো আওয়ামী লীগকে ভোট দিলে উলুধ্বনি শোনা যাবে। এখন আওয়ামী লীগকে ভোট দিলে আজানের ধ্বনি শোনা যায়। প্রতিটি উপজেলায় মডেল মসজিদের মাধ্যমে ইসলামিক পাঠাগার ও গবেষণাগার নির্মাণ করে দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএ