ফেনী-২ আসন
ভূমি-অর্থ-ব্যবসা সবই বেড়েছে নিজাম হাজারীর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গত ১০ বছরে সংসদ সদস্য হয়ে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। একইসঙ্গে, সম্পদে ফুলেফেঁপে উঠেছেন তার স্ত্রী নুরজাহান বেগম নাসরিন। এ সময়ে তাদের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ।
ফেনী-২ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জমা দেওয়া নিজাম হাজারীর হলফনামা এবং গত নির্বাচনের হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, নিজাম হাজারীর বার্ষিক আয় ৯৩ লাখ ২১ হাজার ৩৯৫ টাকা। তার স্ত্রীর আয় এক কোটি ৪ লাখ ১৩ হাজার ৫৮৫ টাকা। তার কাছে নগদ ও ব্যাংকে রয়েছে ১০ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১১৪ টাকা। স্ত্রীর কাছে নগদ ও ব্যাংকে রয়েছে ১৯ কোটি ২৯ লাখ ৮২১ টাকা।
হলফনামা অনুযায়ী, নিজাম হাজারীর বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে শেয়ার রয়েছে ৪ কোটি ১৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৪ কোটি ১০ লাখ ৫ হাজার টাকার। পোস্টাল ও সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে স্থায়ী আমানতে নিজাম হাজারীর বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ২৯১ টাকার ও স্ত্রীর রয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ২২৫ টাকার।
বিজ্ঞাপন
স্থাবর সম্পদের মধ্যে নিজাম হাজারীর নামে রয়েছে (অর্জনকারী সময়ের মূল্যে) ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ২০০ টাকার কৃষি জমি, ৩০ কোটি ৩৭ লাখ ১২ হাজার ১২০ টাকার একটি দ্বিতল বিশিষ্ট ও দুটি ৬ তলা বিশিষ্ট ভবন, ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার চা-রাবার বাগান ও মৎস্য খামার। এছাড়া, ৩ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকার কলেজ ও মসজিদ নির্মাণ।
একইভাবে স্ত্রীর রয়েছে ১৩ কোটি ১২ লাখ ৬২ হাজার ৭২৫ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট, একটি ৫ তলা বিশিষ্ট ভবনসহ ২৫ শতাংশের মতো অকৃষি জমি, ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের মৎস্য খামার এবং আরও ৮ কোটি টাকার ব্যবসা ও অন্যান্য খাত। এছাড়া, বর্তমানে একটি জিপ প্রাডোতে চড়ছেন তিনি। যেটির মূল্য ৬৫ লাখ টাকা। তার রয়েছে পিস্তল ও শর্টগান। স্ত্রীর নামে এবারের হলফনামায় ২৭ লাখ টাকা দামের একটি গাড়ি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজাম উদ্দিন হাজারীর স্বর্ণালংকার ও মূল্যবান পাথর নিজ নামে ও স্ত্রীর নামে যা ছিল, ১০ বছর পর ঠিক তাই রয়েছে। নিজ নামে ৩০ ভরি যার মূল্য দেখিয়েছেন, যার মূল্য ১৭ লাখ টাকা। স্ত্রীর নামে ১০০ ভরি যার মূল্য দেখিয়েছেন, যার মূল্য মাত্র ১ লাখ টাকা (উপহার হিসেবে প্রাপ্ত)।
এবারের হলফনামায় নিজাম উদ্দিন হাজারী প্রবাসী ভাইয়ের কাছে ৫৭ লাখ ৫ হাজার ৫৭ টাকা দেনা হিসেবে দেখিয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে গত ১৩ বছরে নিজাম হাজারী নগদ টাকাসহ প্রায় ৭৩ কোটি ও তার স্ত্রী নুরজাহান বেগম নাসরিন প্রায় ৮১ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে হ্যাট্রিক করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
নিজাম উদ্দিন হাজারী চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র থাকাকালীন সময়ে চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নেতৃত্বে রাজনীতিতে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম থেকেই তিনি উচ্চ মাধ্যমিক ও বি.কম. পাস করেন। তিনি চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালের ২২ মার্চ নিজাম উদ্দিন হাজারী প্রথম কারাগারে যান। তিনি ২০১১ সালের ১৮ জানুয়ারির নির্বাচনে ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১২ সালে নিজাম হাজারী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
তারেক চৌধুরী/কেএ