আখেরি মোনাজাতে শেষ হলো যমুনাপাড়ের ইজতেমা
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী যমুনাপাড়ের আঞ্চলিক ইজতেমা। শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করেও আখেরি মোনাজাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
রোববার (১০ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে রানীগ্রাম এলাকায় আয়োজিত আঞ্চলিক ইজতেমায় অর্ধ লক্ষাধিক মুসল্লি অংশ নেন।
এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। সিরাজগঞ্জ ও আশপাশের জেলা ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিগ জামাতের সদস্যরাও এতে অংশগ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, জেলার তাবলিগ জামাতের নিজাম উদ্দিন অনুসারীদের উদ্যোগে প্রায় ৩০ একর জায়গাজুড়ে ইজতেমা ময়দান করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ইজতেমা সম্পন্ন হয়েছে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিবারের মতো এবারও পুলিশ কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল। ইজতেমা মাঠে কন্ট্রোল রুম স্থাপন ও এলাকা সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
শুভ কুমার ঘোষ/এমএএস