গুমের শিকার নেতাকর্মীদের ফেরত চায় লক্ষ্মীপুর বিএনপি
গুম-খুন হওয়া ৫৪ নেতাকর্মীর পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে বিএনপি। রোববার (১০ ডিসেম্বর) সকালে মানবাধিকার দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির ব্যানারে শহরের গোডাউন রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গত ১৫ বছরে লক্ষ্মীপুরে ৫ নেতাকর্মী গুম, ৪২ জন হত্যা ও ৭ জনকে পঙ্গু করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।
বিজ্ঞাপন
এদিকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নিঃশর্ত মুক্তি চেয়েছে মানবন্ধনে অংশগ্রহণকারী নেতারা। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের দাবি জানানো হয়। মানববন্ধন থেকে লক্ষ্মীপুরে গুম হওয়া নেতাকর্মীদের ফেরত দিতে পরিবার ও বিএনপির সিনিয়র নেতারা দাবি জানিয়েছেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আমরা আন্দোলন করছি কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। ১৯৭১ সালে আমাদের পূর্বসূরিরা এ বাংলাদেশের জন্য যুদ্ধ করেননি। আজ অনেক বীর মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন- ‘যদি বুঝতে পারতাম এ বাংলাদেশ ভারতের দাসত্ব করবে। তাহলে সেদিন যুদ্ধে অংশগ্রহণ করতাম না।’ এর চাইতে লজ্জা আর কিছুই হতে পারে না। ৭১ সালে শুধু একখণ্ড ভূখণ্ডের জন্য যুদ্ধ করা হয়নি। তখন লড়াই হয়েছিল আমাদের বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য।
বিজ্ঞাপন
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফেরদৌস আহমেদ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
হাসান মাহমুদ শাকিল/এএএ