সিলেটের প্রাচীন বিদ্যাপিঠ এমসি কলেজ ছাত্রাবাসের পাশ থেকে এক ব্যক্তির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বস্তাবন্দি অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের  উপ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, নর্দমায় প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে জানালে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্যরাও সেখানে যান ও আলামত সংগ্রহ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এমসি কলেজের ছাত্রাবাসের পাশের নর্দমায় কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুটি বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মাসুদ আহমদ রনি/এসএম