গাজীপুরে ট্রেন দুর্ঘটনা
রেললাইনের ৬০০ ফুট ক্ষতিগ্রস্ত
গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনচ্যুত ৭টি বগি ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারে কাজ করছে রেলওয়ে। ফলে এ পথে চলাচলকারী ট্রেনগুলো বিকল্পে পথে চলাচল করছে। এ ছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেল স্টেশন ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর ঢাকা থেকে সকাল পৌনে ৯টায় ও এর কিছু সময় পর ময়মনসিংহ থেকে অপর আরেকটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এর আধা ঘণ্টা পর আরও দুটি রিলিফ ট্রেন একসঙ্গে ট্রেনের দুই পাশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি রেলওয়ের দুই শতাধিক সদস্য লাইন মেরামতে কাজ করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি ও ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি, প্রায় ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিনশ ফুট লাইনে নতুন করে পাত বসানো হচ্ছে।
শিহাব খান/এএএ