শয়নকক্ষে পড়ে ছিল ট্রাকচালকের মরদেহ
বগুড়ার শিবগঞ্জে শয়নকক্ষ থেকে রুবেল (২৮) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পিঠে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর কোনো এক সময় তাকে খুন করে দুর্বৃত্তরা। পরে সকাল ৮টার দিকে ঘটনাটি জানাজানি হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ১২ বছর আগে একই গ্রামের শিমা বেগমকে (২৩) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের স্ত্রী কয়েক বছর ধরে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত।
নিহতের স্ত্রী সিমা বেগম বলেন, আমি আমার বাবার বাড়িতে বসবাস করি। পারিবারিক কলহের কারণে আমি স্বামীর বাড়িতে থাকি না। গতকাল রাত ১১টার দিকে আমার মায়ের বাড়িতে আমার স্বামী রুবেল খাওয়া দাওয়া করে সকালে ডেকে দেওয়ার কথা বলে তার বাড়িতে চলে যায়। সকালে স্বামীকে ডেকে কোনো সাড়া না পেয়ে মই দিয়ে বাড়িতে ঢুকলে তার মরদেহ দেখতে পাই।
বিজ্ঞাপন
নিহত রুবেলের বড় ভাই রজ্জব আলী বলেন, আমার ভাইয়ের বাড়িতে সারা রাত উচ্চস্বরে গান বাজনার আওয়াজ শুনতে পেয়েছিলাম। সকালে তার মৃত্যুর খবর পাই।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, নিহতের পিঠে ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেলকে হত্যা করে মরদেহ শয়নকক্ষে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আসাফ উদ দৌলা নিওন/এসকেডি