নির্বাচন করবেন না ঊষাতন তালুকদার
ঊষাতন তালুকদার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাঙামাটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঊষাতন তালুকদার বলেন, আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নির্বাচন না করার, তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব। আমি এখন ঢাকায় আছি, কাল রাঙামাটি ফিরে আইন অনুসারে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করব।
কেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। সেই মোতাবেক আমি আমার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করব।
বিজ্ঞাপন
২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এবার নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সঙ্গে রাঙামাটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবেন জাতীয় পার্টির হারুন মাতব্বর, সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।
বিজ্ঞাপন
মিশু মল্লিক/আরএআর