মাদরাসা শিক্ষক এজাবউদ্দিন লাবলু (৪৮)

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এজাবউদ্দিন লাবলু (৪৮) নামে এক মাদরাসার প্রভাষক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) ঠাকুরগাঁও-বা‌লিয়াডাঙ্গী সড়কের বরেন্দ্র সেচ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এজাবউদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ভেলাজান আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার জীববিজ্ঞান বিষয়ের সহকারী প্রভাষক ছি‌লেন।

বিষয়টি নি‌শ্চিত করে স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান মো.ফজলুল হক ব‌লেন, শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বা‌লিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহ‌রে দিকে যাচ্ছিলেন এজাবউদ্দিন লাবলু। এ সময় ভেলাজান বাজারের সামনের সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন তি‌নি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতা‌লে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ‌বিএম ফি‌রোজ ওয়া‌হিদ ব‌লেন, নিহত শিক্ষ‌কের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরিফ হাসান/এএএ