ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসা ৫ যাত্রী আহত
ফাইল ছবি
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসা পাঁচ যাত্রী ট্রলির ধাক্কায় আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকার শেখ ফরিদের ছেলে সোহেল (২৫), একই উপজেলার দোলহাটা গ্রামের ইসমাইলের ছেলে জহিরুল ইসলাম (২০), ভোলাইন গ্রামের বাচ্চু মজুমদারের ছেলে নাহিদ (১৯), আদ্রা এলাকার দ্বীন ইসলামের ছেলে ফয়েজ (৩০) ও লালমাই কৈয়ারা গ্রামের আবদুর রহিমের ছেলে জহির (২০)।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনীর ফাজিলপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন সংলগ্ন সড়কে চলন্ত একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আলমগীর হোসেন নামে এক যাত্রী বলেন, আমাদের বগির দরজায় দুইজন ছেলে বাইরে পা রেখে বসেছিল। হঠাৎ বিকট আওয়াজ শুনে তাকিয়ে দেখি একজন নেই। ইটবাহী ট্রলির সঙ্গে ধাক্কা লেগে সে ট্রেন থেকে ছিটকে পড়েন। অন্যজন পায়ে আঘাত পান। পার্শ্ববর্তী অন্য বগির যাত্রীরাও আহত হয়েছেন বলে জেনেছি। ট্রেন ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, সাগরিকা এক্সপ্রেসের কয়েকজন যাত্রী ইটবাহী ট্রলির ধাক্কায় আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে চার যাত্রী হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারেক চৌধুরী/আরএআর