আবেগঘন পরিবেশে ফুলসজ্জিত গাড়িতে রশি টেনে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে বিদায় দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইন্স মাঠে তাকে বিদায় জানানো হয়। নোয়াখালীতে দীর্ঘ আড়াই বছর কর্মরত ছিলেন তিনি। 

বিদায়ের আগে শহীদুল ইসলামকে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ নানান ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ লাইন্স থেকে বিদায়  জানানো হয়। এ সময় পুলিশ সুপার আবেগপ্রবণ হয়ে অশ্রুসিক্ত হন। একই সঙ্গে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাসসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদুল ইসলাম রংপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। এরপর ২৫তম বিসিএসে (পুলিশ ক্যাডার) উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি ২০২১ সালের ১ আগস্ট নোয়াখালীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

হাসিব আল আমিন/আরএআর