মালয়েশিয়া থেকে ফিরল শাহানুরের নিথর দেহ
কয়েক মাস আগে বুকভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহানুর রহমান (২২)। সেখানে যাওয়ার পর বেকার ছিলেন বেশকিছু দিন।
অবশেষে কাজের সন্ধান পান বহুতল ভবন নির্মাণ শ্রমিক হিসেবে। কিছু আয় রোজগার করে কাগজপত্র ঠিক করে দেশের বাড়িতে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু হাসিখুশি শাহানু্রের নিথর দেহ ফিরল দেশে।
বিজ্ঞাপন
গত ২২ নভেম্বর দুপুরে মালয়েশিয়ার একটি বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে মারা যান শাহানুর। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রামের বাড়িতে পৌঁছায় শাহানুরের মরদেহ। শাহানুরের পিতা সিদ্দিকুর রহমানও মালয়েশিয়ায় থাকেন।
নিহতের চাচা সিরাজুল ইসলাম জানান, দরিদ্র পরিবারের ছেলে শাহানুর তার মায়ের একমাত্র সম্বল ছিল। সিদ্দিকুর রহমানের দুই ছেলের মধ্যে শাহানুর ছিল ছোট। শাহানুরের মরদেহটি শুক্রবার সকালে গ্রামের বাড়ি মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে এসে পৌঁছালে এক নজর দেখার জন্য পাড়া প্রতিবেশীরা সেখানে হাজির হন। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলে হারা মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। সকাল সাড়ে ১০টায় শাহানুরের জানাজা নামাজ হানুয়ার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
এ্যান্টনি দাস অপু/এসকেডি