নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর রেল ব্রিজের নিচে থেকে অজ্ঞাত (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন ওই রেল ব্রিজের নিচে উপুড় হয়ে পড়ে ছিল মরদেহটি।

পুলিশের ধারণা, ব্রিজের উপর দিয়ে চলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সেখানে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি বাগাতিপাড়া থানায় রয়েছে। রাতের কোনো এক ট্রেন থেকে পড়ে গিয়ে কিংবা ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হতে পারে।

স্থানীয়দের বরাতে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার সীমান্ত এলাকায় বড়াল নদীর ওপর নির্মিত রেলওয়ের ২২০ নং ব্রিজের নিচে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

গোলাম রাব্বানী/এসকেডি