বিজয় দিবসের কনসার্টে নির্বাচনী প্রচারণা, আ.লীগ নেতাকে জরিমানা
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসান
বরগুনার আমতলী উপজেলায় বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক কনসার্টে নির্বাচনী প্রচারণা চালানোয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে আমতলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। পরে আয়োজক কর্তৃপক্ষ কনসার্ট বন্ধ করে দেন।
বিজ্ঞাপন
জানা যায়, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান পৌরসভা কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষ্যে মেয়র নাইটের আয়োজন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ।
আয়োজিত কনসার্টে মাধবী দেবনাথ তার বক্তব্য শেষ করে রাত নয়টার দিকে কনসার্ট স্থল ত্যাগ করেন। এরপর জিএম ওসমানি হাসান কনসার্ট পরিচালনার সময় নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালান।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের বলেন, কনসার্ট পরিচালনা করার সময় নির্বাচনি প্রচারণা করায় নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে। এ প্রচারণার দায়ে জিএম ওসমানি হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আব্দুল আলীম/এএএ