জয়পুরহাটের দুই আসনে কে পেলেন কোন প্রতীক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-১ আসনে সাতজন ও জয়পুরহাট-২ আসনে আটজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
বিজ্ঞাপন
জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সামছুল আলম দুদু পেয়েছেন নৌকা প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. রুকুনুজ্জামান আম, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন লাঙ্গল, তৃণমূল বিএনপির মো. মাসুম সোনালি আঁশ, স্বতন্ত্র থেকে এ কে এম রায়হান মন্ডল মনু ট্রাক, আব্দুল আজিজ মোল্লা কাঁচি এবং মো. জহুরুল ইসলাম ঈগল প্রতীক পেয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সাঈদ আম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন মশাল, বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন ডাব, জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লাহ লাঙ্গল, স্বতন্ত্র থেকে গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর কাঁচি, আব্দুর রাজ্জাক সরদার ঈগল এবং আতোয়ার রহমান মন্ডল ট্রাক প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
চম্পক কুমার/এমজেইউ