বাবা শামীম ওসমান ব্যস্ত, প্রতীক নিলেন পুত্র
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে নির্বাচনী প্রতীক সংগ্রহ করেছেন তার পুত্র অয়ন ওসমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক প্রতীক বরাদ্দ করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বিজ্ঞাপন
নেতাকর্মীরা জানান, জাতীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় শামীম ওসমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার পুত্র অয়ন ওসমানসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা আওয়ামী লীগের নির্ধারিত প্রতীক ‘নৌকা’ সংগ্রহ করেন।
বিজ্ঞাপন
প্রতীক বরাদ্দ শেষে শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল বলেন, শামীম ওসমান দেশের অন্যতম সেরা প্রার্থী। তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাণ্ডারি। জনগণের বিপুল ভোটে তিনি নির্বাচিত হবেন। এই জেলার বেশিরভাগ উন্নয়ন তার মাধ্যমে হয়েছে।
ভোটারদের উদ্দেশে চন্দনশীল বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন, আমাদের নেতাকর্মীরা প্রতিটি কেন্দ্রে কাজ করছে। ভোট আপনার নাগরিক অধিকার। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি অমূল্য সম্পদ।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক মীর সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট প্রমুখ।
শিপন সিকদার/এমজে