ব্রাহ্মণবাড়িয়ায় কে কোন প্রতীকে ভোটযুদ্ধে নামছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রতীক বরাদ্দ দেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে এস.এ.কে একরামুজ্জামান (কলার ছড়ি), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা), ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ বকুল হোসেন (হাতুড়ি), ইসলামি ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন (মোমবাতি) ও জাতীয় পার্টির মো. শাহনুল করিম (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসনটিতে জোটকে ছাড় দিয়ে নৌকা তুলে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই এবারও আসনটিতে থাকছে না নৌকা প্রতীক। তাই স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা (ঈগল), তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কদ্দুস (ফুলের মালা), তৃণমূল বিএনপির মাইনুল হাসান (সোনালি আঁশ), ইসলামী ঐক্যজোটের মো. আবুল হাসনাত (মিনার), স্বতন্ত্র মো. মঈন উদ্দিন (কলার ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম) ও জাতীয় পার্টির মো. রেজাউল ইসলাম ভূঁইয়া (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনে ৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), স্বতন্ত্র ফিরোজুর রহমান (কাঁচি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী (বটগাছ), জাসদের মো. আব্দুর রহমান খান (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (আম), ইসলামি ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম (মোমবাতি) এবং সুপ্রিম পার্টির সোহেল মোল্লা (একতারা) প্রতীক পেয়েছেন।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক (নৌকা), বাংলাদেশ তরিকত আন্দোলনের সৈয়দ জাফরুল কদ্দুছ (ফুলের মালা) এবং ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান (আম) প্রতীক পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ৭ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের মধ্যে- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল (নৌকা), স্বতন্ত্র এ.কে.এম মমিনুল হক সাঈদ (ঈগল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কদ্দুছ (ফুলের মালা), বাংলাদেশ সুপ্রিম পার্টির জামাল সরকার (একতারা), ইসলামী ঐক্যজোটের মো. মেহেদী হাসান (মিনার), জাতীয় পার্টির মো. মোবারক হাসান (লাঙ্গল) ও তৃণমূল বিএনপির হাবিবুর রহমান (সোঁনালি আশ)।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রতীক পেয়েছেন ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের বর্তমান সাংসদ ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম (নৌকা), বাংলাদেশ সুপ্রিম পার্টির কবির মিয়া (একতারা), জাতীয় পার্টির মো. আমজাদ হোসেন (লাঙ্গল) ও সফিকুল ইসলাম মো. সফিকুর ইসলাম (আম) প্রতীক পেয়েছেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাজ করছি। সকল প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।
এমজেইউ