আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সন্ধ্যায় তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, সড়কের ওপর তোরণ তৈরি করায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এ কারণে আব্দুস সবুর নামের এক প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

আরিফ আজগর/এএএ