সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও‌য়ের তিনটি আসনে ১৩ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান এসব প্রতীক ঘোষণা করেন। এ সময় প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন। 

ঠাকুরগাঁও-১ (সদর ) আসনে চার জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী র‌মেশ চন্দ্র সেন নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। জাতীয় পার্টির রেজাউর রা‌জি লাঙ্গল, ন্যাশনাল পিপলস্ পার্টি ‌মো. রা‌জিউল ইসলাম আম ও ইসলা‌মী ঐক্যজোট প্রার্থী মো.র‌ফিকুল ইসলাম মিনার প্রতীকে নির্বাচন করবেন।

ঠাকুরগাঁও-২ (হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার আংশিক কাশিপুর ও ধর্মগড় ইউনিয়ন) আসনে পাঁচ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মো. মাজহারুল ইসলাম (নৌকা-আ.লীগ), মো. আলী আসলাম (ট্রাক-আওয়ামী লীগ স্বতন্ত্র), মোছা. নুরুন নাহার বেগম  (লাঙ্গল-জাতীয় পার্টি), মোছা. রিম্পা আকতার (ডাব-বাংলা‌দেশ কং‌গ্রেস), মো. আব্দুল কা‌দের (সোফা-স্বতন্ত্র) প্রতীক দেওয়া হয়।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) আসনে চার জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। হা‌ফিজ উদ্দীন আহ‌ম্মেদ (লাঙ্গল- জাতীয় পার্টি), মোছা. আশা মনি (ঈগল-স্বতন্ত্র), গোপাল চন্দ্র রায় (হাতুড়ী-বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি) ও এসএম খ‌লিলুর রহমান সরকার (কুলা- বিকল্পধারা বাংলাদেশ)।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান ব‌লেন, নির্বাচন আচরণবি‌ধি মে‌নে প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠে প্রচারে বাধা নেই প্রার্থীদের। আজ থেকে প্রার্থীরা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে যেতে পার‌বেন। 

আরিফ হাসান/এমজে