নোয়াখালীতে কোনো অপরাধী বাহিনী থাকবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

পুলিশ সুপার বলেন, একই জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনী এবং কোনো অপরাধী একসাথে থাকতে পারে না। হয় অপরাধী বাহিনী থাকবে, নয় আমি থাকব। সে যে রাজনৈতিক দলের হোক না কেনো আমি সেটা কেয়ার করি না, আমার টিমও সেটা কেয়ার করে না। আমি বড় বড় কথা বলতে পারবো না, তবে আমি যথাযথভাবে কাজ করতে চাই।

আসাদুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনটাকে সুন্দর করে তোলার জন্য সুষ্ঠু ভোটের জন্য আমরা কাজ করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করা দরকার আমি তাই করব। সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা লাগবে। পুলিশ সাংবাদিক একজন অন্যের পরিপূরক। সবাইকে নিয়ে আমরা কাজ করব।

নিজেকে উজাড় করে নোয়াখালী জেলায় সেবা দিতে চান উল্লেখ করে তিনি বলেন, আমি ব্যবসায়ী নই, আমি একজন সেবাদাতা। আমি নোয়াখালীতে এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আমি নিজেকে উজাড় করে দেব। আমি পরিষ্কার বার্তা দিতে চাই। আমি কোনো সুপার হিরো নই, আমি মানুষ। মানুষ হিসেবে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই এবং সেবা দিতে চাই। সামনে নির্বাচন আছে তাই এটিই আমাদের প্রধান প্রায়োরিটি। এর পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

জানা গেছে, গত শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোহাম্মদ আসাদুজ্জামান জন্মগ্রহণ করেন। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বিএসসি শেষ করেন। ২৫তম বিসিএসের (পুলিশ ক্যাডারে) উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন তিনি। 

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরএআর