আটক শফিকুল উদ্দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির ৯ বস্তা চালসহ শফিকুল উদ্দিন নামে এক খুচরা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার(১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুলের বাড়ি জয়পুরহাটের কালাই থানার দুদার গ্রামে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সন্ধ্যার দিকে রাজস গ্রামের ওয়াহাব সরকারের ছেলে সাইফুল ইসলামের কাছ থেকে সরকারি ৩০ কেজি ওজনের ৯ বস্তা চাল ক্রয় করেন শফিকুল উদ্দিন নামে এক খুচরা ব্যবসায়ী। প্লাস্টিকের বস্তায় ভ্যানযোগে চালগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন।  

ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রিপন আকন্দ/আরএআর