হরতালের সমর্থনে বরিশালে বিএনপির ঝটিকা মিছিল
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বরিশালের বেশ কয়েক জায়গায় ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে নেতাকর্মীরা। এ সময় চলন্ত ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করলেও পুলিশের ধাওয়ায় তা পারেনি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে এভাবে হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপি। হরতালের কারণে দূরপাল্লা রুটে সীমিত যানবাহন চলাচল করলেও জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলের পাশাপাশি সড়কে গণপরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
সকালে কাশিপুর তেঁতুলতলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিক্ষোভসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। অপরদিকে, রূপাতলীর দপদপিয়া সেতুতে মালবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এর আগে, সোমবার বিকেলে হরতালের সমর্থনে ও নগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির মুক্তির দাবিতে বান্দরোডে ঝটিকা মিছিল করে।
বিজ্ঞাপন
এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। এ ছাড়া নগর ও মহাসড়ক জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী টহল কার্যক্রমও পরিচালিত করছে বলে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এএএ