শিমুল চৌধুরী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক কাউন্সিলর শিমুল চৌধুরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে বসুরহাট পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককরা হলেন বসুরহাট পৌরসভার ৬ ননম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিমুল চৌধুরী (৪২), রিয়াদ (১৭), সাগর (১৭)।

মেয়র আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, শিমুল আমার এখানে (পৌরসভায়) ছিলেন। তাকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে পুলিশ। তিনি ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমি তার মুক্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোম্পানীগঞ্জ থানার নিয়মিত পুলিশের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নোয়াখালী ও চট্টগ্রাম থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার সামনে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের কমিটির অনুসারীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাদের মির্জার ছেলে তাশিক মির্জাসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

হাসিব আল আমিন/এমএসআর