রায়হানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ

ডাকাতির প্রস্তুতির সময় কক্সবাজার শহরের কলাতলী থেকে দেশীয় তৈরি অস্ত্রসহ রায়হান নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক রায়হান বখতিয়ারঘোনা এলাকার আব্দুর রশীদের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কলাতলীর বখতিয়ারঘোনা এলাকা ঘটনাটি ঘটে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবরে বখতিয়ারঘোনা এলাকায় অভিযানে যায় ডিবির টিম। এ সময় রায়হানকে আটক করা হয়।

রায়হানের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

মুহিববুল্লাহ মুহিব/এমএসআর