বগুড়ায় পুলিশের গুলিতে বিএনপির মিছিল পণ্ড, আটক ৩
বগুড়ার গাবতলীতে হরতালের সমর্থনে ডাকা পৌর বিএনপির মিছিল বের হলে পুলিশের গুলি চালায়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির মিছিল। এ সময় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার তিন মাথা মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আটক তিনজন হলেন গাবতলী পশ্চিমপাড়া গ্রামের ফজলে রাহী (২২), সোন্দাবাড়ী গ্রামের নূরে আলম সিদ্দিকী (৩৫) ও পূর্বপাড়া গ্রামের জালাল হোসেন (৩৫)। তারা উপজেলা ছাত্রদলের সদস্য।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে হরতাল চলাকালে উপজেলা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে পৌর সদরের পশ্চিমপাশে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় গাবতলী থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম হানা দিয়ে ওই মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে পৌর মেয়র সাইফুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচি পালনের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। নেতাকর্মীরা ভয়ে দিগ্বিদিক ছুটে যায়। পুলিশ এ সময় রাহী নামের এক ছাত্রদল নেতাকে ধরে নিয়ে যায়।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পিকেটারদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেটের দুই রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়েছে। আর আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আসাফ-উদ-দৌলা নিওন/এএএ