রাজশাহীতে পাঁচটি এনআই অ্যাক্ট (চেক জালিয়াতি) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. মতিন (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা স্কুলপাড়ার মৃত সোলাইমান মুন্সির ছেলে। 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া দড়িখরবোনা কদমতলা নামক এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত (সর্বমোট 
২ বছর ৬ মাস) পলাতক আসামি মতিনকে গ্রেপ্তার করা হয়। 

আসামিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রমে প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

শাহিনুল আশিক/জেডএস