স্বতন্ত্র প্রার্থীকে মিছিল করতে না দেওয়ার হুমকি দিলেন চেয়ারম্যান
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর নির্বাচনী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার মাসকা বাজারে স্থানীয় মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় প্রার্থী অসীম কুমার উকিলের নৌকা প্রতীকের পক্ষে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ওই ইউপি চেয়ারম্যান এ হুমকি দেন।
বিজ্ঞাপন
ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, হুমকিদাতা ইউপি চেয়ারম্যান হলেন, আব্দুছ ছালাম বাঙ্গালী। তিনি মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের কর্মী। জননেত্রী শেখ হাসিনা আমাদের এখানে অসীম কুমার উকিলকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। কিন্তু সাবেক এমপি পিন্টু সাহেব বিএনপি-জামাতের প্রার্থী হয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। তাই আমরা পিন্টু সাহেবকে বলতে চাই, আপনি আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না। কারণ আপনি এমপি থাকাকালীন আওয়ামী লীগের লোকজন বহু মামলা-হামলার শিকার হয়েছেন। তাই মাসকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী পিন্টু সাহেবের কোনো মিছিল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক ফকির বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির ও মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী বকুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরকে