ফরিদপুর-৩
আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারিতে আহত ২
ফরিদপুর-৩ (সদর) আসনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের একজন করে দুইজন আহত হয়েছে। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর একটার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে দুর্গাপুর ওমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ মারামারির ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থক আজিজ শেখ (৩০) ও আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের সমর্থক রুহুল আমিন শেখ (৪৮) আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সমর্থকরা পোস্টার টানাতে গেলে শামীম হকের সমর্থকরা বাধা দেন। এ সময় আহত হন আজিজ শেখ। পরে পাল্টাপাল্টি মারামারির ঘটনা ঘটে। এতে আহত হন শামীম হকের সমর্থক রুহুল আমিন।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও সমর্থকরা আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে এ কে আজাদের সমর্থক আজিজ শেখের ডান পা ও মাথায় গুরুতর জখম হয়েছে। অপরদিকে রুহুল আমিনের মাথা ও মুখে আঘাত লেগেছে।
খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে যায়।
আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় তার সমর্থক রুহুল আমিন শেখ আহত হয়েছেন।
তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন এ কে আজাদ। সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন তিনি।
অভিযোগ নাকচ করে দিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এ কে আজাদ বলেন, আমি সন্ত্রাসীদের লালন করি না। কে সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় তা ফরিদপুরের মানুষ ভালোভাবেই জানে। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা প্রতিনিয়ত আমাদের কর্মীদের ওপর হামলা করছে। তারা আমার নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে দিচ্ছে। আমাকে প্রতিনিয়ত সন্ত্রাস মোকাবিলা করে চলতে হচ্ছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, দুপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে দুইপক্ষের দুইজন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জহির হোসেন/কেএ