রেলমন্ত্রীর সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা’ বললেন সম্রাট
সংবাদ সম্মেলনে আনোয়ার সাদাত সম্রাট
দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় আনোয়ার সাদাত সম্রাটকে। এজন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় নুরুল ইসলাম সুজনের সিদ্ধান্তকে অগঠনতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন সম্রাট।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আনোয়ার সাদাত সম্রাট অভিযোগ করে বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আমাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে আবু সারোয়ার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করেছেন। এটা তার ব্যক্তিগত স্বেচ্ছাচারিতার পরিচয়। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক। তার এই সিদ্ধান্তের সঙ্গে কেন্দ্রীয় কোনো নেতা একমত নন।
এ নির্বাচনে সারাদেশেই অনেকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কোথাও কাউকে সেসব পদ থেকে সরিয়ে দেওয়ার নজির নেই। আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় প্রার্থীর বাইরে যে কেউ প্রার্থী হতে পারবেন। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় চিনিকল মাঠে ভার্চুয়াল সভাতেও প্রধানমন্ত্রী দলীয় স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করেছেন। সেখানে রেলমন্ত্রী সুজন কীভাবে এমন সিদ্ধান্ত দেন। আওয়ামী লীগ পরিচালিত হয় নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী। গঠনতন্ত্রের বাইরে গিয়ে তিনি এমন একটি সিদ্ধান্ত নেওয়ায় দলের মধ্যে প্রকাশ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আমি তার এই সিদ্ধান্ত মানি না।
বিজ্ঞাপন
সম্রাট আরও বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় কোনো কারণে অসুস্থ বা দেশের বাইরে গেলে যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করবেন। সেখানে দলের সভাপতি আমাকে না জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল জননেত্রী শেখ হাসিনার। তার যে কোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।
আনোয়ার সাদাত সম্রাট বলেন, এটা তার মনগড়া সিদ্ধান্ত। দলীয় গঠনতন্ত্রে এমন ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এমন সিদ্ধান্ত হলে সারা দেশের জন্য হবে, শুধু পঞ্চগড়ের জন্য কেন? দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্ত ও বিভ্রান্তিতে ফেলতেই এমন সিদ্ধান্ত দিয়েছেন তিনি। আমি তার এ ধরনের অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছি, থাকব।
পঞ্চগড়-১ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় আনোয়ার সাদাত সম্রাট স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ আসনটিতে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। যদিও সংবাদ সম্মেলনে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা সর্ম্পকে কোনো মন্তব্য করেননি তিনি।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ হিটলার, প্রচার সম্পাদক রবিউল ইসলাম চানু, কৃষি ও সমবায় সম্পাদক সপিয়ার রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সম্রাটকে অব্যাহতির বিষয়ে রেলমন্ত্রী বলেন, যেহেতু আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তাই তার পক্ষে এই মুহূর্তে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমন অবস্থায় তাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আবু সারোয়ার বকুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
এসকে দোয়েল/এএএ