ফেনীতে সিএনজি অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা
ফেনী শহরের লালপুর এলাকায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
সিএনজি চালক মুরাদ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গাড়ি মেরামত করতে গ্যারেজে আসি। কিছুক্ষণ পর মুখোশ পরা ৭-৮ জন লোক এসে পেট্রোল ঢেলে সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। তাদের মধ্যে কামাল নামে একজনের মুখোশ খুলে পরায় চিনে ফেললে তারা আমাকে মারধর করার চেষ্টা করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, নাশকতাকারীদের মধ্যে কামাল নামে একজনকে সিএনজিচালক চিনতে পেরেছে বলে পুলিশকে জানিয়েছে। তারা দুজনই শহরের আরামবাগের বাসিন্দা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক চৌধুরী/কেএ
বিজ্ঞাপন